যশোর শহরের পুরাতন কসবা পালবাড়ি গাজীরঘাট রোডের শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছেন সাইফুল ইসলাম নামে এক দর্জি।
গত দুদিন ধরে নিজের তৈরি এসব মাস্ক বিনামূল্যে বিতরণ করেন তিনি। সেই সাথে বিতরণের জন্যে আরও মাস্ক তৈরি করছেন বলে জানিয়েছেন।
এদিকে, বিনামূল্যে মাস্ক পেয়ে খুশি স্থানীয়রা।
দর্জি সাইফুল ইসলাম জানান, দরিদ্র হলেও যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে করোনা মহামারি রোধে অংশ নেয়ার চেষ্টা করছেন।
বিনামূল্যে অনেকের মাঝে মাস্ক বিতরণ করতে পেরে তার ভালো লাগছে জানিয়ে তিনি জানান, মানুষের পোশাক তৈরির পর যতটুকু কাপড় অতিরিক্ত থাকছে তাই দিয়ে মাস্ক বানিয়ে বিনামূল্যে বিতরণ করছেন।
দর্জি কাজের সামান্য আয়ে স্ত্রী ও তিন সন্তান নিয়ে কষ্টের মধ্যে জীবনযাপন করেন তিনি। এলাকার জনপ্রতিনিধিরা একাধিকবার জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো খাদ্য সহায়তা পাননি বলে জানান সাইফুল।
এ ব্যাপারে প্রশাসন ও সমাজের বিত্তবানদের কাছেও সহযোগিতা কামনা করেন তিনি।