করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে সারাদেশে আটদিনের সর্বাত্মক লকডাউনে তৃতীয় দিনেও রাঙামাটিতে ঢিলেঢালাভাবে লকডাউন চলছে।
শুক্রবার সকাল থেকে রাঙামাটি শহরের কয়েকটি স্থানে পুলিশের তৎপরতা চোখে পড়লেও শহরের বাজারগুলোতে পুলিশের উপস্থিতি চোখে পড়েনি।
গত দু’দিন লোকজন কিছুটা বাড়ি-ঘরে থাকলেও শুক্রবার বাইরে লোকজনের উপস্থিতি দেখা মিলছে অনেক বেশি।
আরও পড়ুন: সিলেটে কঠোর লকডাউন পালিত হচ্ছে
লকডাউনের তৃতীয় দিনে রাঙামাটি শহরে কাঁচা বাজার, মুদির দোকান ও ওষুধের দোকান খোলা থাকলেও অন্যান্য সকল দোকানপাট বন্ধ রয়েছে। শহরে জরুরি পরিবহন চলাচল ছাড়াও ব্যক্তিগত যানবাহন ও কিছু কিছু মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। তবে যারা বাইরে বের হচ্ছেন এ রকম কিছু কিছু মোটরসাইকেল আরোহীদের পুলিশি বাঁধার মুখে পড়তে হচ্ছে।
রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান জানান, সারা দেশের ন্যায় করোনা সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে রাঙামাটিতে সর্বাত্মক লকডাউন চলছে। পরিস্থিতি সুষ্ঠভাবে বজায় রাখতে জেলা প্রশাসনের কয়েকটি ভ্রাম্যমাণ আদলতের টিম শহরের বিভিন্ন এলাকায় কাজ করছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সর্বাত্মক লকডাউন চলছে
তিনি জানান, যারা সরকারি বিধি-নিষেধ উপেক্ষা করছে তাদের বিরুদ্ধে জরিমানা ও শাস্তির ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন: লকডাউন: সাভারে টিলেঢালাভাবে চলছে প্রথম দিন