রাজধানীর উত্তরায় রেললাইনের পাশের কয়েকটি কাঁচা ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকাল পাঁচটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট বিকাল সোয়া পাঁচটার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আরও পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দেয়।
আরও পড়ুন: মহাখালীর বস্তিতে আগুনে শতাধিক ঘর পুড়ে গেছে
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদরদপ্তরের ওয়ারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রচেষ্টায় ৫টা ৫০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি।
ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আরও পড়ুন: রাজধানীর কল্যাণপুরে বস্তিতে আগুন