তারা হলেন, নওগাঁর হারুন অর রশীদ (২৫) ও রাজশাহী নগরীর ঘোড়ামারা এলাকার বুলবুলি (৬০)। এর মধ্যে রশীদ করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন এবং বুলবুলির জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ ছিল।
উভয়ই বৃহস্পতিবার রাতে মারা গেছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, রশীদ রাজশাহীর সংক্রামক ব্যধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান বুলবুলি।
এদিকে, রাজশাহীতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪১১ জন। এর মধ্যে নগরীতে আক্রান্ত বেড়ে ২৭৩ জনে দাঁড়িয়েছে।
আক্রান্তদের মধ্যে ৩৩১ জন হোম আইসোলেশনে ও পাঁচজন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
করোনায় আক্রান্ত বিবেচনায় রাজশাহী নগরী রেড জোনে পড়েছে।
এছাড়াও বাঘা উপজেলায় ১৫ জন, চারঘাটে ১৫ জন, পুঠিয়ায় ১২ জন, দুর্গাপুরে ৭ জন, বাগমারায় ১৫ জন, মোহনপুরে ২৩ জন, তানোরে ২২ জন, পবায় ২৬ জন ও গোদাগাড়ী উপজেলায় ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।