রাজশাহীর মোহনপুর উপজেলায় পান বরজের ভাগ না পেয়ে এক কৃষককে হত্যা করেছেন তার ছেলে।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ধুরইল কালিগঞ্জ তালেবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আজিম উদ্দিন (৫০) ওই এলাকার বাসিন্দা।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহাম্মেদ জানান, দীর্ঘদিন ধরেই বাবা আজিমের সাথে ছেলে রাকিব উদ্দিনের (২৫) পারিবারিক বিরোধ চলে আসছিল। ছেলে তার বাবার পান বরজে ভাগ চাইছিলেন।
সোমবার সকালে পান বরজ নিয়ে বাবা-ছেলের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বাবার বুকে ছুরিকাঘাত করেন রাকিব। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর থেকে ছেলে পলাতক রয়েছেন।