রাজশাহীর মোহনপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সেলিম নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার কামারপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২
নিহত সেলিম উপজেলার রায়ঘাটি গ্রামের আসাদের ছেলে।
আহতরা একই গ্রামের মুনতাজের ছেলে শাকিল ও রহিমের ছেলে দেলোয়া। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সেলিম, শাকিল ও দেলোয়ার একসঙ্গে তিনজন মোটরসাইকেল করে দ্রুত ও বেপরোয়া গতিতে নওগাঁ জেলার মান্দা উপজেলার সাবাইহাট বাজারে যাওয়ার পথে কামারপাড়া বাজারে পৌঁছালে অপরদিক হতে আসা ইঞ্জিনচালিত একটি ভটভটির সঙ্গে ধাক্কা লেগে তারা গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদের মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন।
অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে রেফার্ড করেন।
মোহনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার নিতাই চন্দ্র বলেন, কামারপাড়া বাজারে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করি।
এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল এ তথ্য নিশ্চিত করেন।