দুধের ন্যায্য মূল্য না পেয়ে নাটোরের সিংড়ায় রাস্তায় দুধ ফেলে দিয়ে প্রতিবাদ জানিয়েছেন খামারিরা।
শনিবার দুপুরে সিংড়া উপজেলার বাহাদুরপুর বাজারে দুধ ফেলে দিয়ে প্রতিবাদ জানান খামারিরা।
আরও পড়ুনঃ সিরাজগঞ্জে দুধ নিয়ে বিপাকে খামারিরা
এ সময় খামারিরা অভিযোগ করেন, লকডাউনের কারণে বেশ কিছুদিন ধরেই গ্রামের বাজারগুলোতে দুধের দাম পড়ে যায়। ২০টাকা কেজি দরেও তারা দুধ বিক্রি করতে পারছেন না। এ অবস্থায় ক্ষোভে প্রায় অর্ধশত খামাড়ি তাদের উৎপাদিত দুধ বাজারের রাস্তায় ফেলে দিয়ে প্রতিবাদ জানান। এ সময় খামারিরা সরকারি ব্যবস্থাপনায় মিল্কভিটার মাধ্যমে দুধ ক্রয়ের দাবি জানান।
আরও পড়ুনঃ সাতক্ষীরায় গরুর ক্ষুরারোগে দুশ্চিন্তায় খামারিরা, ১৫ দিনে ১৮ গরুর মৃত্যু
সিংড়া উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.খুরশিদ আলম দাবি করেন, শুক্র-শনিবার ছুটির দিন হওয়ায় দুধের দাম অনেক কমে যায়।