রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহার উদ্দিন নামের ৮ বছর বয়সী শিশুটির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মৃত্যু হয়। সে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার সারোয়ার হোসেনের ছেলে।
এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গ্যাস বেলুন বিক্রেতা আবু সাঈদকে আটক করে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান উপ-পরিদর্শক (এসআই) সুমন। ওই বেলুন বিক্রেতাও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
প্রসঙ্গত, ভ্যানগাড়িতে করে মিরপুরের বিভিন্ন এলাকায় গ্যাস বেলুন বিক্রি করতেন আবু সাঈদ। বুধবার বিকালে রূপনগরে মাতবরের বস্তির সামনে তিনি বেলুন বিক্রি করতে গেলে আশপাশের শিশুরা তাকে ঘিরে ধরে। এসময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হলে অন্তত ছয় শিশু নিহত এবং ২১ জন আহত হয়। তারা সবাই কামরুল মাতবরের বস্তির বাসিন্দা ছিলেন।