কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা শিবিরে মঙ্গলবার সকালে আগুন লেগে ৩৬২ বসতঘর ও ৬০ দোকান পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জানায়, আগুনে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিকারুজ্জামান চৌধুরী জানান, সকাল ৭টার দিকে রোহিঙ্গা শিবিরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে তা নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে গিয়ে ছয়জন রোহিঙ্গা আহত হন। তাদের শিবির সংলগ্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।
ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সাহায্যের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ইউএনও।