করোনাভাইরাস প্রতিরোধে চলমান লকডাউন অমান্য করে জেলার মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে রবিবার সাপ্তাহিক গরুর বাজার ভেঙে দেয় ভ্রাম্যমাণ আদালত।
তাছাড়া, লকডাউনের সময় এই হাট বসার অপরাধে বাজার কমিটিকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন: লকডাউনের চতুর্থ দিনে গ্রেপ্তার ৬১৮, জরিমানা প্রায় ১৩ লাখ
গরুর হাট বসার খবর পেয়ে আজ বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহমিদা হক এক অভিযান চালিয়ে গরুর বাজার ভেঙে দেন। তার নির্দেশে এক ঘন্টার মধ্যে এ হাট খালি করা হয়।
আরও পড়ুন: করোনায় মৃত্যু ১৫ হাজার ছাড়াল, একদিনে সর্বোচ্চ ১৫৩
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক ইউএনবি কে জানান, সরকার ঘোষিত লকডাউন অমান্য করে সাপ্তাহিক গরুর বাজার বসানোর অপরাধে বাজার কমিটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ হাট বন্ধ থাকবে। এ সময় সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ সঙ্গে ছিলেন।