লকডাউন লঙ্ঘনের অভিযোগে রাজধানীতে ৬১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৪৯৬টি গাড়িকে জরিমানাসহ মোট জরিমানা আদায় করা হয়েছে ১২ লাখ ৮১হাজার টাকা। সাতদিনের কঠোর লকডাউনের চতুর্থ দিনে রোববার রাজধানীর বিভিন্ন সড়ক থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)তাদের গ্রেপ্তার করে।
আরও পড়ুন: লকডাউন অমান্য করায় মাদ্রাসা সিলগালা, জরিমানা!
লকডাউনের বিধিনিষেধ লঙ্ঘনের জন্য ১৬১ জনকে ভ্রাম্যমাণ আদালত ৫৪ হাজার ৪৫০ টাকা জরিমানা করেছে। এই সময় ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় বিধি নিষেধ লঙ্ঘন করে চলাচলকারী গাড়ির কাছ থেকে জরিমানা হিসেবে ১২ লাখ ৮১ হাজার টাকা আদায় করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কাবস্থান থাকা সত্ত্বেও লকডাউনের চতুর্থ দিনে রাস্তায় মানুষ ও যানবাহনের সংখ্যা আগের তিনদিনের তূলনায় বেশি দেখা গেছে।
আরও পড়ুন: লকডাউন লঙ্ঘন: রাজধানীতে গ্রেপ্তার ৬২১
দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার ১ জুলাই থেকে সাত দিনের লকডাউন দিয়েছে। এটি চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।
আরও পড়ুন: লকডাউন লঙ্ঘন : ভোলায় ৪৩৮ জনকে জরিমানা