করোনা সংক্রমণরোধে জেলা প্রশাসন ঘোষিত সাতদিনের লকডাউনের সোমবার তৃতীয় দিন চলছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে দুই জনের মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বর্তমানে সাতক্ষীরায় ৩৭৭ জন করোনা পজেটিভ রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ২৬ জন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে, ২২ জন সাতক্ষীরা সদর হাসপাতালে, তিন জন সাতক্ষীরা সিভি হাসপাতালে ভর্তি রয়েছে। বাকি ৩২৬ জন রোগী বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় ঢিলেঢালা লকডাউন, করোনায় আরও একজনের মৃত্যু
এদিকে, লকডাউনের বাধা নিষেধের কারণে জেলা শহরে পুলিশ চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণসহ মাস্ক বিতরণ করা হচ্ছে। সব গণপরিবহন বন্ধ রয়েছে। শুধুমাত্র বাণিজ্যিক কাজে নিয়োজিত যানবাহন চলছে। নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাবেচার সুযোগ রয়েছে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। লকডাউনের মধ্যে ফার্মেসি, অ্যাম্বুলেন্স, হাসপাতাল, ক্লিনিক, বিদ্যুৎ জ্বালানি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান খোলা রয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে খুলনা ও যশোরের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ভোমরা স্থলবন্দরে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রাখা হয়েছে। তবে ভারতীয় চালক ও হেলপাররা যাতে খোলামেলা ঘুরে বেড়াতে না পারেন সে জন্য পুলিশ ও বিজিবির নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে লকডাউনের ১২তম দিনে মৃত্যু ৯, শনাক্ত ১০৭
বিজিবির সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল মাহমুদ জানান, অবৈধ যাতায়াত রোধে সীমান্তে টহল জোরদার করা হয়েছে।
বিনা পাসপোর্টে বাংলাদেশে ফিরে আসা তিনজনকে রবিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।