পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গুড়িয়াটারী এলাকায় ধরলা নদীতে অজ্ঞাত এক যুবকের লাশ নদীর পানিতে ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিকালে লাশ উদ্ধার করে।
পুলিশ স্থানীয় বুড়িমারী স্থলবন্দর বিজিবি ক্যাম্পের সদস্যদের অজ্ঞাত লাশ নদীর পানিতে ভেসে থাকার খবর দিয়ে যুবকের লাশের উদ্ধার ও শনাক্তের বিষয়টি বিজিবির মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে জানান।
এ ছাড়াও পাটগ্রাম থানা পুলিশ মুঠোফোনে ভারতীয় মেকলিগঞ্জ থানা পুলিশের সাথে যোগাযোগ করলে ওই লাশের সন্ধ্যান জানতে পায়।
নিহত ওই যুবকের নাম আলীবুল ইসলাম (১৮)। সে ভারতের কোচবিহার জেলার মেকলিগঞ্জ থানার ১৪৭ ভোটবাড়ী সর্দারপাড়া এলাকার মো. রহিচ উদ্দিনের ছেলে। গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদনের সময় বাহ্যিক আঘাতের চিহৃ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। শনিবার লালমনিরহাট জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হবে। যদি তারা (বিএসএফ) লাশ নিতে চিঠি দেয় তাহলে হস্তান্তর করা হবে।’