লালমনিরহাটের পাটগ্রামে মঙ্গলবার (২৫ জুলাই) ধরলা নদীতে গোসল নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
একই দিনে জেলার আদিতমারীর মহিষখোচায় পুকুরের পানিতে ডুবে ঝুমকি রানি নামের ২ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নিহত দুই শিক্ষার্থী হলো- উপজেলার বসুলগঞ্জ এলাকার রাসেল মিয়ার ছেলে নাহিদ আহামেদ রাফসান (১৩) এবং একই এলাকার নুরুল আমিনের ছেলে মিসকাত (১২)।
নাহিদ আহমেদ পাটগ্রাম ইসলামী আদর্শ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও মিশকাত ওই একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, নাহিদ আহামেদ রাফসান ও মিসকাত ধরলা নদীতে গোসল করতে যায়। এ সময় তারা মাঝ নদীতে ডুবে যায়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একই দিনে জেলার আদিতমারীর মহিষখোচায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ঝুমকি রানি নামের শিশুটির মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বাড়ির পাশে খেলতে গিয়ে ঝুমকি রানি পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মাছভর্তি বালতির পানিতে ডুবে প্রাণ গেল শিশুর