লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইদ্রিস আলী নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী হাটখোলা এলাকায় ঘটনাটি ঘটে।
ইদ্রিস আলী মধ্য গড্ডিমারী এলাকার মোহাম্মদ আলীর ছেলে। সে গড্ডিমারী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, বাড়ির বিদুৎ লাইন থেকে সেচপাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় ইদ্রিস।
হাতিবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলি পাঠানো হয়েছে।