শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকায় বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ঘটনাটি ঘটে।
এদিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। এ সময় তারা বিক্ষোভ মিছিলও বের করেন।
তারা আরও জানান, দিবাগত রাতে একদল দুর্বৃত্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কার্যালয়ে থাকা ল্যাপটপ, টিভি, চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে ককটেল ফাটিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভোর ৫টার দিকে স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন: সচিবালয়ে অগ্নিকাণ্ড: প্রাথমিক তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া যায়নি