শরীয়তপুর সদর উপজেলায় সরকারি খাদ্য গুদামের ৭২ বস্তা চাল পাওয়া গেছে এক ব্যবসায়ীর বাড়িতে। সোমবার দুপুরে আংগারিয়া ইউনিয়নের চরপাতাং গ্রামের ব্যবসায়ী রব হাওলাদারের বাড়ি থেকে এই চাল উদ্ধার করা হয়।
জানা যায়, রব হাওলাদারের বাড়িতে সরকারি চাল নিতে দেখে স্থানীয়রা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা খাতুন পুলিশ নিয়ে চরপাতাং গ্রামের ব্যবসায়ী রব হাওলাদারের বাড়িতে গিয়ে ৭২ বস্তা সরকারি চাল দেখতে পান।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ওএমএস’র ২৭ বস্তা চাল উদ্ধার: আটক ১
সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা খাতুন বলেন, ‘খবর পেয়ে ব্যবসায়ী রব হাওলাদারের বাড়ি গিয়ে ৭২ বস্তা সরকারি গুদামের চাল পেয়েছি। ওসি এলএসডি এসে বিষয়টি তদন্ত করবেন। সেক্ষেত্রে যদি অনিয়ম পাওয়া যায় এবং আইনি ব্যবস্থা নিতে সুপারিশ করেন তাহলে অবশ্যই আমরা আইনি ব্যবস্থা নেব। তদন্ত হওয়ার আগ পর্যন্ত চালগুলো পুলিশের পাহারায় রাখার ব্যবস্থা নিয়েছি।’
আরও পড়ুন: বগুড়ায় ৮৬ বস্তা সরকারি চাল উদ্ধার
জেলা খাদ্য কর্মকর্তা মো. নুরুল হক বলেন, ‘এই চাল আমরা রেশন হিসেবে জেলা পুলিশকে দিয়েছি। পুলিশ চাল কি করেছে তা বলতে পারব না। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’
পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়েছে। তারা তদন্ত করে ব্যবস্থা নেবেন।’
আরও পড়ুন: নওগাঁয় ১০০ বস্তা ভিজিডির চাল উদ্ধার