উৎসবমুখর পরিবেশে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষক সমিতি নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। শেষ হবে বিকাল ৪টায়।
এবারের নির্বাচনে ১১টি পদের বিপরীতে দুটি প্যানেল থেকে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামীপন্থী ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ শিক্ষকবৃন্দ’ ও ‘মহান মুক্তিযুদ্ধ ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
তবে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকরা এবারের নির্বাচনে নিজেদের কোনো প্যানেল দেননি।
আরও পড়ুন: শাবিপ্রবিতে শিক্ষকদের নির্বাচনে শাকসু নির্বাচনের দাবি
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন-ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের অধ্যাপক ড. মুহসিন আজিজ খান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান, গণিত বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রশিদ, আইপিই বিভাগের অধ্যাপক ড. আহমেদ সায়েম ও গণিত বিভাগের অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ।
নির্বাচন কমিশনার অধ্যাপক ড. অনিমেষ সরকার বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। আশা করছি, সবার সহযোগিতায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব।
আরও পড়ুন: শাবিপ্রবিতে চাইনিজ কর্ণার উদ্বোধন