চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান ফেরত উড়োজাহাজের সিটের নিচ থেকে ৬৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। প্রায় সাড়ে ৭ কেজি ওজনের এসব বারের বাজার মূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টায় ওমান থেকে আসা ওমান এয়ারের একটি উড়োজাহাজ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিমানবন্দরের কর্মরত শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে উড়োজাহাজটির সিটের নিচ থেকে ৬৪টি স্বর্ণের বার উদ্ধার করেন।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে ৪টি স্বর্ণের বার জব্দ, আটক ২
যার ওজন প্রায় সাড়ে ৭ কেজি এবং বাজার মূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা বলে জানান তিনি।
বিমাবন্দরে দায়িত্বরত কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন প্রধান বলেন, রাতে ওমান এয়ারলাইন্সের উড়োজাহাজে স্বর্ণের বড় চালান আসবে এমন গোপন সংবাদের ভিক্তিতে গোয়েন্দা টিম প্রস্তুত ছিল। বিমানটির ২৫বি নম্বর আসনে এই সোনা থাকতে পারে তথ্য ছিল। উড়োজাহাজটির সিটের নিচে কালো স্কচটেপে মোড়ানো ৪টি দণ্ডাকৃতির বস্তু পাওয়া যায়। এগুলো খুলে ৬৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধারের পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বীকৃত স্বর্ণকার দিয়ে এসব পরীক্ষা করা হয়। পরীক্ষায় এসব ২৪ ক্যারেটের সোনা বলে নিশ্চিত হন কর্মকর্তারা।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন: জয়পুরহাটে ১০টি স্বর্ণের বার জব্দ, আটক ৩