শেরপুর সদর উপজেলা থেকে এক নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া নিজপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নারী পাশ্ববর্তী নকলা উপজেলার ইসিবপুর গ্রামের গৃহবধূ নুরেজা বেগম (৪০)। দুই সন্তানের জননী নুরেজা বেগম কায়দা গ্রামের আজাহার আলীর প্রথম স্ত্রী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ নিহত নারীর পরিচয় শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শনিবার সকাল ৮ টার দিকে নিজপাড়া এলাকার রাস্তার পাশে স্থানীয় ফরমান মিয়ার ধান খেত থেকে ওই মহিলার লাশটি অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার করা হয়। পরে নিহতের লাশ শনাক্ত করা হয়। নিহত নারীর মাথায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে পৃথক স্থান থেকে ২ নারীর লাশ উদ্ধার
শেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. বন্দে আলী মিয়া জানান, নিহত মহিলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, রাতের বেলা লাশটি বস্তায় করে রাস্তার ধারে ধান খেতে ফেলে রাখা হতে পারে।
সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হান্নান মিয়া এবং পিবিআই ও সিআইডি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হান্নান মিয়া জানান, হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা রেকর্ড করা হবে।