সাতক্ষীরায় চলমান লকডাউনের মেয়াদ তৃতীয় দফায় আরও এক সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা করোনা কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, করোনা সংক্রমণের হার না কমায় শুক্রবার থেকে ২৪ জুন পর্যন্ত আবারও লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুন: লকডাউনের তৃতীয় দিন পার করছে সাতক্ষীরা
এর আগে গত ৫ জুন করোনা সংক্রমণরোধে দ্বিতীয় দফায় সাতদিনের লকডাউন ঘোষণা জেলা প্রশাসন।
লকডাউনের বাধা নিষেধের কারণে জেলা শহরে পুলিশ চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণসহ মাস্ক বিতরণ করা হচ্ছে। সব গণপরিবহন বন্ধ রয়েছে। শুধুমাত্র বাণিজ্যিক কাজে নিয়োজিত যানবাহন চলছে। নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাবেচার সুযোগ রয়েছে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। লকডাউনের মধ্যে ফার্মেসি, অ্যাম্বুলেন্স, হাসপাতাল, ক্লিনিক, বিদ্যুৎ জ্বালানি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান খোলা রয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে খুলনা ও যশোরের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ভোমরা স্থলবন্দরে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রাখা হয়েছে। তবে ভারতীয় চালক ও হেলপাররা যাতে খোলামেলা ঘুরে বেড়াতে না পারেন সে জন্য পুলিশ ও বিজিবির নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় ঢিলেঢালা লকডাউন, করোনায় আরও একজনের মৃত্যু
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে লকডাউনের ১২তম দিনে মৃত্যু ৯, শনাক্ত ১০৭