সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তারের দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভোরে সুন্দরবন উপকূলীয় ঘুমঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
নিহত রানু বেগম (৩২) জেলার কলারোয়ার রঘুনাথপুর গ্রামের সিদ্দিক সরদারের মেয়ে এবং গ্রেপ্তার স্বামী মুজিবুর রহমান (৩৫) কলারোয়ার গোদখালি গ্রামের ইমান আলীর ছেলে।
সাতক্ষীরা র্যাবের কোম্পানি কমান্ডার (এএসপি) নাজমুল হক জানান, বুধবার (১৮ অক্টোবর) শাবলের আঘাতে স্ত্রী রানু বেগমকে হত্যার ঘটনায় মুজিবুর রহমানের মা বেলফুল বেগম কলারোয়া থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর মুজিবুর রহমান ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি শ্যামনগরের সুন্দরবন উপকূলীয় ভারতীয় সীমান্তের ঘুমঘাট এলাকায় অবস্থান করছেন- এমন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য আসামিকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।