মাগুরায় পৃথক স্থানে শনিবার রাতে সাপের কামড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
তারা হলো- সদর উপজেলার বাহারবাগ গ্রামের জামাল মোল্লার ছেলে নাহিদ মোল্লা (১০) ও একই উপজেলার আকছি গ্রামের জাকির মোল্লার ছেলে রোজা ইসলাম (৬)।
আরও পড়ুন: শৈলকুপায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
মাগুরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বিকাশ চন্দ্র বিশ্বাস জানান, শনিবার রাতে বাহারবাগ গ্রামের শিশু নাহিদ মোল্লা নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়। মুমূর্ষ অবস্থায় তাকে মাগুরা হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পর সে মারা যায়।
আরও পড়ুন: রানীশংকৈলে সাপের কামড়ে কিশোরীর মৃত্যু
এ দিকে, একই রাতে আকছি গ্রামের ছয় বছরের শিশু রোজা ইসলাম নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ তাকে কামড় দেয়। মুমূর্ষ অবস্থায় তাকে মাগুরা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয়রা জানায়, বর্ষা মৌসুমে মাগুরার পল্লীতে সাপের উপদ্রব বেড়ে যায়।