শনিবার ভোরে সাভারের দক্ষিণ রাজাশন এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন দিলু ওরফে ইমনকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৪)।
র্যাব-৪ বলছে, গত বছর ২৬ অক্টোবর রাজশাহী থেকে একটি যাত্রীবাহী বাস থেকে ওই বিশ্ব বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দেলোয়ার হোসেন দিলু সাভারের শিমুলতলা এলাকায় ভোর রাতে নামেন। এ সময় একদল ছিনতাইকারী তাকে ছুরিকাঘাতে হত্যা করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়। পরে নিহতের পরিবারের সদস্যরা সাভার মডেল থানায় মামলা দায়ের করলে শনিবার ভোর রাতে তাকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা। পরে তাকে সকালে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: পলাতক ২ আসামি গ্রেপ্তার
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামি গ্রেপ্তার
অন্যদিকে, সাভারের উলাইল এলাকায় স্কুল ছাত্র রোহানকে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামি জোবায়েন ও পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও সাভারের দক্ষিণপাড়া এলাকায় দুই যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। পরে তাদেরকে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ২২ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার