সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দেশীয় চোলাই মদ উদ্ধারের দাবি করেছে র্যাব-১২।
বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে উপজেলার চর মোহনপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আলেক প্রামানিক (৩৫) ওই উপজেলার চর মোহনপুর গ্রামের মো. রহম প্রামানিকের ছেলে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: ছাতকে যুবক গ্রেপ্তার
র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার জন রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌনে ২টার দিকে ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে সাড়ে ৯ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বাগেরহাটে মুদি দোকানিকে পিটিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার
তিনি দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।