সিরাজগঞ্জ সদর উপজেলায় বিল থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সয়দাবাদ গ্রামের একটি বিল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। বৃদ্ধের বয়স ৬৩ বছর হতে পারে বলে মনে করছেন তারা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় ওই বিলে বৃদ্ধের লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ রাত ৮ টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় এনে রাখা হয়। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি।
তিনি আরও জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
আরও পড়ুন: কর্মক্ষেত্রে দুর্ঘটনা: ২০২২ সালে ১ হাজার ৩৪ জন শ্রমিকের মৃত্যু
কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু
বাংলাদেশে ২০২২ সালে সড়ক দুর্ঘটনায় ৯৯৫১ মৃত্যু, ৮ বছরের মধ্যে সর্বোচ্চ: প্রতিবেদন