সিরাজগঞ্জের কামারখন্দে ১১ হাজার ১২৫ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় এক যুবককে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১২।
গ্রেপ্তার আব্দুল্লাহ হেল বাপ্পি (৩৭) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পার কেজিপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে।
র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ফরিদপুরে ২ জন আটক, ১৩ লাখ টাকার গাঁজা জব্দ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মো. মারুফ হোসেন র্যাব-১২ এর অধিনায়কের দিক নির্দেশনায় শুক্রবার রাত সোয়া ৮টার দিকে মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১ হাজার ১২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ নগদ এক হাজার ২০০ টাকা ও দুইটি মোবাইল জব্দ করা হয়।
বাপ্পি দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে হেরোইন জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: র্যাব