হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় শনিবার রাতে ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার ল্যাবে মোট ১৭৮টি নমুনা পরীক্ষা করে দুই জনের পজেটিভ পাওয়া যায়।
অপরদিকে, হবিগঞ্জে আরও ২০ রোগীর করোনা পজেটিভ শনাক্ত হওয়ার কথা শনিবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল। তাদের নমুনাগুলো ঢাকায় পরীক্ষা করা হয়েছে বলে জানান তিনি।
হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান জানান, ঢাকায় পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়া ২০ জনের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ আরও দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন।
এছাড়া হবিগঞ্জ সদর হাসপাতালের একজন চিকিৎসক, দুজন সেবিকা (নার্স) ও নয়জন স্বাস্থ্যকর্মী রয়েছেন বলেও জানান তিনি।
এদিকে, সিলেট ও হবিগঞ্জে নতুন করে ২২ জন করোনা রোগী শনাক্ত হওয়ায় সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭৯ জনে। এর মধ্যে সিলেটে ১৩ জন, সুনামগঞ্জ ১৪ জন, মৌলভীবাজারে ৫ জন ও হবিগঞ্জে ৪৭ জন।
প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪০ জনে। এছাড়া এ পর্যন্ত মোট ৪ হাজার ৯৯৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।