জকিগঞ্জ সড়কে সরকারি বিআরটিসি বাস চলাচলের প্রতিবাদে বৃহস্পতিবার (৯মার্চ) থেকে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (৮ মার্চ) বিআরটিসি বাস চলাচল নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি সভার পর পরিবহন মালিক-শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ জানান, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনায় সভায় সর্বসম্মতিক্রমে সিলেট-জকিগঞ্জ রুটে বিআরটিসি বাস আপ-ডাউন পাঁচটি ট্রিপ দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
আরও পড়ুন: রাজশাহী বিভাগের পরিবহন ধর্মঘট প্রত্যাহার, যান চলাচল শুরু
সিদ্ধান্ত অনুযায়ী এ রুটে বিআরটিসির এই চারটি বাস (নাম্বার ঢাকা মেট্রো-ব-১৫- ৪৫৭৯, ১৫-৪৭৮০, ১৫-৫৪২৯ ও ১৫-৫৪৩১) চলাচল করবে।
যদি কোন গাড়ি নষ্ট হয় তা হলে ওই বাসের পরিবর্তে ঢাকা-মেট্রো ব-১৫-৪৬০৭ গাড়িটি চলাচল করতে পারবে। সভায় দুই পক্ষের মতামতের ভিত্তিতে এসব সিদ্ধান্ত হওয়ায় সিলেট-জকিগঞ্জ রুটে মালিক-শ্রমিক আহুত কর্মবিরতি প্রত্যাহার করা হয়।
এর আগে গত ৫ মার্চ সিলেট-জকিগঞ্জ সড়কে বিআরটিসি বাস চলার প্রতিবাদে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের হুমকি দেয় জেলা সড়ক পরিবহন মালিক সমিতি।
বিআরটিসি বাস বিষয়ে বিভাগীয় কমিশনারের পূর্ববর্তী আশ্বাস ৮ মার্চের মধ্যে বাস্তবায়ন না হলে ৯মার্চ থেকে সিলেট-জকিগঞ্জ সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের আগাম ঘোষণা দেয় সংগঠনটি।
রবিববার (৫ মার্চ) জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে মালিক-শ্রমিকদের জরুরি সভা থেকে নেতারা এ সিদ্ধান্তের কথা জানান।
তখন পরিবহন মালিক-শ্রমিক নেতারা বলেন, সিলেট-জকিগঞ্জ রুটে বিআরটিসি বাস চলাচলের শুরু থেকেই বাসগুলো আসা-যাওয়া চারটি ট্রিপের পরিবর্তে সাত থেকে আটটি ট্রিপ দিতে শুরু করে। এতে যাত্রী সংকটে ক্ষতির মুখে পড়ে বাস মালিক ও শ্রমিকরা।
এ অবস্থায় জেলা মালিক ও শ্রমিক নেতারা গত ১০ জানুয়ারি ও ২৩ জানুয়ারি বিভাগীয় কমিশনার বরাবর দুটি স্মারকলিপি দেন। পরবর্তীতে বিভাগীয় কমিশনারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় কয়েকদিনের মধ্যে এ ব্যাপারে আলোচনা করে সমাধান দেয়া হবে বলে আশ্বস্ত করলেও এখন পর্যন্ত তার কোন সুরাহা হয়নি।
বিষয়টি নিয়ে ৫ মার্চ রবিবার জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে জেলা মালিক-শ্রমিকদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
এতে সিদ্ধান্ত নেয়া হয় যে, ৮ মার্চের মধ্যে বিআরটিসি বাস চলাচল নিয়ে ষে জটিলতার সৃষ্টি হয়েছে তা নিরসন না করা হলে ৯ মার্চ বৃহস্পতিবার থেকে সিলেট-জকিগঞ্জ রুটে সব ধরনের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
এরআগে গত ৩০ জানুয়ারি একই দাবিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক সমিতি ও জেলা বাস, মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।
তবে শুরুতেই ভেস্তে যায় সেই ধর্মঘট।
এর মাস পেরুতেই একই দাবিতে ফের সিলেট-জকিগঞ্জ সড়কে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের হুমকি দিলেন পরিবহন মালিক-শ্রমিক নেতারা।
এদিকে সিলেট-জকিগঞ্জ রুটে বিআরটিসি বাস চলাচল বন্ধের দাবিতে পরিবহন মালিক-শ্রমিক নেতারা একাট্টা হলেও বিআরটিসি বাস চলাচলকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ।
সাধারণ যাত্রীরা বলছেন, যাত্রীসেবা না বাড়িয়ে দীর্ঘদিন থেকে ওই রুটের যাত্রীদের জিম্মি করে আসছিল পরিবহন ব্যবসায়ীরা।
বিআরটিসি বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীরা সেই জিম্মিদশা থেকে উদ্ধার হয়েছে।