মহামারি করোনাভাইরাসে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ওসমানী হাসপাতালে ৭ জন, সিলেট জেলার ৯ জন, সুনামগঞ্জে ৩ জন ও মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে সিলেট বিভাগে ৭৪৮ জনের মৃত্যু হলো।
এর মধ্যে সিলেট জেলায় ৫৬৮ জন, ওসমানী হাসপাতালে ২৯ জন, সুনামগঞ্জে ৫৫ জন, হবিগঞ্জে ৩৫ জন ও মৌলভীবাজারে ৬১ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ আগস্ট) সিলেট স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯১০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৭১৫ জনের। শনাক্তের হার ৩৭.৪৩ শতাংশ। সব মিলিয়ে এ বিভাগে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৩০ জনের।
একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৭ জন। মোট হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৬৭ জন। ওসমানী হাসপাতালে ভর্তিকৃত ৩০৪ জন রোগীর মধ্যে আইসিইউতে ৮ জন, কোভিড পজিটিভ ১৪৪ জন এবং সন্দেহভাজন ১৪২ জন।
একই সময়ে সুস্থ হয়েছেন ৩০৩ জন। এ পর্যন্ত সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৩১ হাজার ৯৭৩ জন।
আরও পড়ুন: বরিশালে করোনা ও উপসর্গ নিয়ে ১৬ মৃত্যু