গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ৭১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এনিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ছাড়াল।
মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে আরও ১২ জন মারা গেছেন। এর মধ্যে ১০ জন সিলেট জেলার ও বাকি দুই জন হবিগঞ্জ জেলার। এনিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়াল ৭২৮ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫৮১ জন, সুনামগঞ্জে ৫২, মৌলভীবাজারে ৬১ ও হবিগঞ্জে ৩৪ জন রয়েছেন।
আরও পড়ুন: করোনায় খুলনা বিভাগে ৩১ মৃত্যু
সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেটে ২ হাজার ৪১ জনের নমুনা পরীক্ষা করে ৭১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৭৯ শতাংশ। এদের মধ্যে সিলেট জেলায় ৪০৬ জন, সুনামগঞ্জে ৮৭, মৌলভীবাজারে ৬৪ ও হবিগঞ্জে ১৫৩ জন রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগে শনাক্তের সংখ্যা ৪২ হাজার ১৫ জনে দাঁড়িয়েছে।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, গেল ২৪ ঘণ্টায় সিলেটজুড়ে ৩৫৯ জন করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন। এনিয়ে সুস্থ রোগীর সংখ্যা ৩১ হাজার ৬৭০ জন। বর্তমানে সিলেটে ৪৬৬ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে করোনায় প্রাণ গেল আরও ১০ জনের