সিলেট নগরীর হাউজিং এস্টেট থেকে সাইদুল হক সাইদ নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে র্যাব-৯। এসময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানায় র্যাব।
সোমবার রাত ১১টার দিকে নগরীর হাউজিং এস্টেট এলাকার একটি গলি থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুনঃ নাটোরে মানবপাচারকারী চক্রের ২ সদস্য আটক
আটক সাইদুল হক সাইদ সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার কাশিপুর গ্রামের মো. শফিক উল্লাহর ছেলে। সাইদ বর্তমানে সিলেট নগরীর ফাজিল চিশত আবাসিক এলাকার একটি বাড়িতে ভাড়া থাকে।
আরও পড়ুনঃ ফরিদপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক: র্যাব
র্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা মেজর মাহফুজুর রহমান জানান, সোমবার রাত ১১টার দিকে নগরীর হাউজিং এস্টেট এলাকার কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীর কার্যালয় সংলগ্ন মসজিদের সামনে থেকে সাইদকে আটক করে র্যাবের একটি দল। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের গুলি ৮ রাউন্ড, শর্টগান কার্তুজ পাঁচ রাউন্ড, দু’টি রামদা ও একটি বড় ছোরা উদ্ধার করে র্যাব।