সিলেটে করোনাভাইরাসের টিকা নিবন্ধন সাময়িকভাবে বন্ধ রয়েছে। আগামী ১২ আগস্ট পর্যন্ত টিকার নিবন্ধন বন্ধ থাকবে। এরপর থেকে আবারও টিকা নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সিলেটের কর্মকর্তারা।
তারা বলেন, সিলেটে প্রায় ৩৬ হাজারের মতো মানুষ নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে টিকা নেয়ার জন্য অপেক্ষায় রয়েছেন। তাদেরকে এখন টিকা দেয়া হচ্ছে। প্রতিদিন সিলেট সিটি করপোরেশন এলাকার দুই কেন্দ্রে প্রায় ১ হাজার ২০০ জনের মতো মানুষকে টিকা দেয়া হবে।
আরও পড়ুন: দেশে পৌঁছেছে সিনোফার্মের আরও ১০ লাখ টিকা
এদিকে, নিবন্ধন প্রক্রিয়া আপাতত বন্ধ ঘোষণা হলেও বৃহস্পতিবার রাতে কেউ কেউ এখনও টিকার জন্য নিবন্ধন করতে পারছেন বলে খবর পাওয়া গেছে।
বিভাগীয় কার্যালয় (স্বাস্থ্য) সিলেটের পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, আগামী ৭ আগস্ট থেকে টিকার ক্যাম্পেইন শুরু হবে। সেজন্য বর্তমানে সিলেটে টিকার নিবন্ধন বন্ধ রয়েছে। এছাড়া সিলেটের ৩৬ হাজারের মতো মানুষ নিবন্ধন করে টিকা নেয়ার জন্য অপেক্ষা করছেন। সেজন্য আগে তাদেরকে টিকা দেয়ার প্রক্রিয়া চলছে। তবে আগামী ১২ আগস্ট থেকে আবারও সিলেটে নিবন্ধন শুরু হবে। তখন সবাই নিবন্ধন করতে পারবেন।
সিলেট সিটি করপোরেশন সূত্রে জানায়, বৃহস্পতিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট পুলিশ লাইন্স কেন্দ্রে ২ হাজার ৬৮৩ জন করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন। আর এই দুই কেন্দ্রে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ২১৩ জন।
আরও পড়ুন: ফেসবুকে জানা যাবে নিকটস্থ টিকাকেন্দ্রের খোঁজ
এর আগে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সিলেটে টিকা দান শুরু হয়। প্রথমদিকে সিলেটে টিকা নেয়ার জন্য মানুষের উৎসাহ কম থাকলেও ধীরে ধীরে তা বাড়তে থাকে। বর্তমানে সিলেটের দুই কেন্দ্রে প্রতিদিনই টিকাগ্রহীতা মানুষের ভিড় বাড়ছে।