সিলেট নগরীর আম্বরখানায় ট্রাকের ধাক্কায় পঞ্চাষোর্ধ্ব এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত নারীর নাম নুরজাহান বেগম বেবী (৫৫)। তিনি সিলেটের এয়ারপোর্ট থানাধীন গোয়াইপাড়া এলাকার মৃত ফারুক মিয়ার স্ত্রী।
জানা গেছে, ঘটনার পর এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই ) মো. মফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক চালক সারজাহান মিয়াকে (২৮) আটক করেন এবং ট্রাকটিকে জব্দ করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২
সিলেট মেট্রোপলিটনের (এসএমপি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নুরজাহান বেগম বেবী আম্বরখানা জামে মসজিদের সামনে দিয়ে হেটে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে জাহেদ আহমদ নামে এক পথচারী উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
পুলিশ জানায়, সুরতহাল রিপোর্ট তৈরী করে নিহতের লাশ তার পরিবারেরকাছে হস্তান্তর করা হয়েছে। পরে নিহতের মেয়ে বাদি হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন: মাগুরায় ট্রাকচাপায় ভ্যানচালক নিহত, আহত ২