সিলেটের জৈন্তাপুরে বিবাহবহির্ভূত প্রেমের জের ধরে এক প্রবাসীকে ঘুমন্ত অবস্থায় হত্যা চেষ্টার অভিযোগে এক গৃহবধূ ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জৈন্তাপুর উপজেলার ঘাটের চটি গ্রামে এ ঘটনাটি ঘটে।
আটক গৃহবধূ হলো- মনিরা বেগম (২২) ও ফেরদৌস রহমান চৌধুরী (২৫)।
আরও পড়ুন: সিলেটে সাঈদীর ‘গায়েবানা’ জানাজার অনুমতি পায়নি জামায়াত
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ঘাটেরছটি গ্রামের ওমান প্রবাসী মিনহাজ উদ্দিন স্ত্রী মনিরা বেগমকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। এরপর রাতে স্ত্রী মনিরা বেগম তার প্রেমিক ফেরদৌসকে ডেকে এনে হাত-পা বেঁধে প্রবাসী মিনহাজকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম জানান, এ ঘটনায় আহত প্রবাসী মিনহাজ উদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জৈন্তাপুর উপজেলার ঘাটের চটি গ্রামের নূর মিয়ার ছেলে।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রবাসীর বাবা নূর মিয়া বাদী হয়ে শুক্রবার দুপুরে দুজনকে আসামি করে জৈন্তাপুর থানায় মামলা দায়ের করেন। তাদের আজ আদালতে পাঠানো হয়েছে।