সিলেটে চিনি চোরাচালানের অভিযোগে মো. আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ভারতীয় ২৬৯ বস্তা চিনি জব্দের দাবি করেছে পুলিশ।
বুধবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে এসএমপির শাহপরাণ থানার সিলেট ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মো. আশরাফুল ইসলাম (৪২) রাজশাহীর দামকুড়া থানার জোতরাবন গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: সিলেটে ভারতীয় ৩০০ বস্তা চিনি জব্দ, গ্রেপ্তার ৩
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানায়, এসএমপির শাহপরাণ থানার মুরাদপুর বাজার সিলেট ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে চেকপোষ্ট চলাকালে সিলেট শহরের দিক থেকে আসা সন্দেহজনক একটি বালুভর্তি ট্রাকের গতিরোধ করে তল্লাশি চালিয়ে ত্রিপল দিয়ে মোড়ানো ২৬৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় মো. আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দ করা চিনির আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ৮১ হাজার ৭২০ টাকা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এই ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় মামলা করা হয়েছে এবং গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সিলেটে ১০৫৪ বস্তা চিনি জব্দ, আটক ৩