চিনি জব্দ
সিলেটে ভারতীয় ২৬৯ বস্তা চিনি জব্দ, গ্রেপ্তার ১
সিলেটে চিনি চোরাচালানের অভিযোগে মো. আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ভারতীয় ২৬৯ বস্তা চিনি জব্দের দাবি করেছে পুলিশ।
বুধবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে এসএমপির শাহপরাণ থানার সিলেট ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মো. আশরাফুল ইসলাম (৪২) রাজশাহীর দামকুড়া থানার জোতরাবন গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: সিলেটে ভারতীয় ৩০০ বস্তা চিনি জব্দ, গ্রেপ্তার ৩
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানায়, এসএমপির শাহপরাণ থানার মুরাদপুর বাজার সিলেট ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে চেকপোষ্ট চলাকালে সিলেট শহরের দিক থেকে আসা সন্দেহজনক একটি বালুভর্তি ট্রাকের গতিরোধ করে তল্লাশি চালিয়ে ত্রিপল দিয়ে মোড়ানো ২৬৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় মো. আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দ করা চিনির আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ৮১ হাজার ৭২০ টাকা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এই ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় মামলা করা হয়েছে এবং গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সিলেটে ১০৫৪ বস্তা চিনি জব্দ, আটক ৩
১ সপ্তাহ আগে
সুনামগঞ্জে ৯৬ বস্তা চিনি জব্দ, আটক ১
সুনামগঞ্জের দোয়ারাবাজারে চিনি চোরাচালানের অভিযোগে মনির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (৩০ জুলাই) বিকাল ৩টায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি মনির হোসেন ওই গ্রামের মফিজ বেগের ছেলে।
আরও পড়ুন: জৈন্তাপুরে ৬০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ১
এসময় তার কাছ থেকে ৯৬ বস্তা ভারতীয় চিনি জব্দের দাবি করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
জব্দ করা চিনির বাজার মূল্য আনুমানিক পাঁচ লাখ টাকা।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান জানান, সোমবার দুপুরে কলাউড়া গ্রামে অবৈধ পথে ভারতীয় চিনি আনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে ৯৬ বস্তা চিনি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে পৃথক অভিযানে ৭৯৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ৪
৩ মাস আগে
সিলেটে ৩৯২ বস্তা চিনি জব্দ, গ্রেপ্তার ১
সিলেটে চিনি চোরাচালানের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৩৯২ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। জব্দ করা চিনির বাজারমূল্য প্রায় ২১ লাখ ৫৬ হাজার টাকা।
শনিবার (২২ জুন) রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন রশিদপুর ঢাকা-সিলেট মহাসড়ক থেকে এসব চিনি জব্দ করা হয়।
গ্রেপ্তার ট্রাকচালক দেলোয়ার হোসেন (৪৪) বিয়ানীবাজার উপজেলার বড়দেশ গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: সিলেটে পাথরবাহী ট্রাক থেকে ২৪৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ট্রাকচালক দেলোয়ারের বিরুদ্ধে দক্ষিণসুরমা থানায় মামলা করা হয়েছে।
৩৯২ বস্তা ভারতীয় চিনির বাজার মূল্য ২১ লাখ ৫৬ হাজার টাকা হবে বলেও জানান উপকমিশনার সাইফুল ইসলাম।
আরও পড়ুন: সিলেটে ২৭৫ বস্তা চিনি জব্দ, গ্রেপ্তার ১
৪ মাস আগে
সিলেটে ২০০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২
সিলেটে ২০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এসময় ২ যুবককে আটকের দাবি করেছে পুলিশ।
শুক্রবার (১৪ জুন) দুপুরে শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা গেইট বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রাজশাহী জেলার বেলপুকুরিয়া গ্রামের বাসিন্দা মো. সালাউদ্দিন (২৮) ও একই জেলার বহরমপুর গ্রামের মো. মহাশিন (২৪)।
আরও পড়ুন: সিলেটে ১৪টি ট্রাকবোঝাই ভারতীয় চিনি জব্দ
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, পুলিশের একটি দল সুরমা গেইট বাইপাস এলাকায় একটি ট্রাকের গতিরোধ করে ২০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাক চালক ও সহযোগীকে আটক করে।
ওসি জানান, জব্দ করা চিনির আনুমানিক মূল্য ১১ লাখ ৭৬ হাজার টাকা।
আরও পড়ুন: সিলেটে ১৪৫৮ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ৯
৪ মাস আগে
সিলেটে ১৪টি ট্রাকবোঝাই ভারতীয় চিনি জব্দ
সিলেটের সীমান্ত দিয়ে আসা ১৪টি ট্রাকবোঝাই ভারতীয় চিনির চালান জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ জুন) ভোর ৬টার দিকে জেলার জালালাবাদ থানাধীন উমাইয়াগাও থেকে এ চালানটি জব্দ করা হয়েছে। এসময় একটি মোটরসাইকেল ও প্রাইভেটকার আটক করা হয়।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) আযবাহার আলী শেখ।
আরও পড়ুন: সিলেটে ১৪৫৮ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ৯
তিনি বলেন, এসএমপি'র অভিযানে ১৪টি ভারতীয় চিনিবোঝাই ট্রাক জব্দ করা হয়। এসব ট্রাকে কত বস্তা চিনি রয়েছে তা গণনা চলছে। এসময় একটা প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পরে বিস্তারিত বলা যাবে।
তিনি আরও বলেন, অভিযানের সময় গাড়ি থেকে নেমে কারবারিরা দৌঁড়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের ধরতে অভিযান চলছে।
আরও পড়ুন: সিলেটে ১৫৩ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১
৪ মাস আগে
সিলেটে ১৫৩ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১
সিলেটে চিনি চোরাচালানের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১৫৩ বস্তা ভারতীয় চিনি জব্দ করার দাবি করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। যার বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৭টার দিকে এয়ারপোর্ট থানাধীন সিলেট ক্যাডেট কলেজের পাশে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়।
আটক মো. রহিম মিয়া (২৪) এয়ারপোর্ট থানাধীন ধাপানাটিলা এলাকার মো. বশির মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এয়ারপোর্ট থানাধীন সিলেট ক্যাডেট কলেজের পাশের একটি রাস্তায় অভিযান চালিয়ে করে ১৫৩ বস্তা ভারতীয় চিনি, চোরাই কাজে ব্যবহার করা একটি ট্রাকসহ চোরাকারবারিকে আটক করা হয়।
সিলেট মহানগরী পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলার মাধ্যমে আদালতে সোর্পদ করা হয়েছে।
৫ মাস আগে
শেরপুরে ১২৯২ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১
শেরপুরের নালিতাবাড়ীতে চিনি চোরাচালানের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১ হাজার ২৯২ বস্তা চিনি জব্দ করার দাবি করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়।
গ্রেপ্তার রুহুল আমিন (৪৬) উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বড়ুয়াজানি এলাকার শের আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রুহুল আমিনের বাড়ি ও উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গোডাউন থেকে মোট ১ হাজার ২৯২ বস্তা চোরাই চিনি জব্দ করা হয়। সেইসঙ্গে গ্রেপ্তার করা হয় রুহুল আমিনকে।
জব্দ করা চিনির পরিমাণ প্রায় ৬২ টন এবং এগুলোর বাজার মূল্য প্রায় পৌনে এক কোটি টাকা বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুরের পুলিশ সুপার মো. আকরামুল হোসেন জানান, এই চোরাচালানের সঙ্গে আরও কয়েকজন সম্পৃক্ত রয়েছেন। এ ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি শেরপুরের সীমান্ত দিয়ে চিনিগুলো আসছে না। সেগুলো আসছে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের চোরাপথ দিয়ে। তবে শেরপুরকে রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এখানে ‘স্টোর প্লেস’ (মজুদ স্থান) হিসেবেও ব্যবহার করা হচ্ছে। আমরা সেটি প্রতিরোধেও কাজ করছি।
শেরপুর, ১৪ মে (ইউএনবি)- শেরপুরের নালিতাবাড়ীতে চিনি চোরাচালানের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১ হাজার ২৯২ বস্তা চিনি জব্দ করার দাবি করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়।
গ্রেপ্তার রুহুল আমিন (৪৬) উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বড়ুয়াজানি এলাকার শের আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রুহুল আমিনের বাড়ি ও উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গোডাউন থেকে মোট ১ হাজার ২৯২ বস্তা চোরাই চিনি জব্দ করা হয়। সেইসঙ্গে গ্রেপ্তার করা হয় রুহুল আমিনকে।
জব্দ করা চিনির পরিমাণ প্রায় ৬২ টন এবং এগুলোর বাজার মূল্য প্রায় পৌনে এক কোটি টাকা বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুরের পুলিশ সুপার মো. আকরামুল হোসেন জানান, এই চোরাচালানের সঙ্গে আরও কয়েকজন সম্পৃক্ত রয়েছেন। এ ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি শেরপুরের সীমান্ত দিয়ে চিনিগুলো আসছে না। সেগুলো আসছে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের চোরাপথ দিয়ে। তবে শেরপুরকে রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এখানে ‘স্টোর প্লেস’ (মজুদ স্থান) হিসেবেও ব্যবহার করা হচ্ছে। আমরা সেটি প্রতিরোধেও কাজ করছি।
৫ মাস আগে
সিলেটে ৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২
সিলেটে ৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ সময় দুই ব্যক্তিকে আটকের দাবি করেছে সিলেট মহানগরীর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (১৬ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে সিলেট এয়ারপোর্ট থানার বড়শালা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পানাইল পুরানপাড়া গ্রামের তাহির উল্লাহর ছেলে মো. আক্তার হোসেন (২৫) ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নোয়াগাও (নয়াবস্তি) গ্রামের মৃত ফজর আলীর ছেলে দেলোয়ার হোসেন (২৫)। এর মধ্যে আক্তার হোসেন পিকআপ চালক ও অপরজন চোরাকারবারী।
আরও পড়ুন: চট্টগ্রামে বিমানবন্দরে প্রবাসী আটক, সোয়া কেজি স্বর্ণ জব্দ
এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিকআপ ভর্তি ৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে। এসবের আনুমানিক মূল্য ৩ লাখ ৮৪ হাজার টাকা। এ সময় দুইজনকে আটক করা হয়।
পরে আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: জৈন্তাপুরে ১০৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, যুবক আটক
৭ মাস আগে