সিলেট নগরীর জিন্দাবাজারের জালালাবাদ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ এপ্রিল) বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে
পরে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
প্রচণ্ড ধোঁয়ায় কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হয়েছে। তবে তাৎক্ষণিক আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি কর্তৃপক্ষ।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে স্যালাইন তৈরির কারখানায় আগুন
ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, মার্কেটের একটি জুতার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সিলেটের স্টেশন অফিসার বেলাল হোসেন জানান, আগুন লাগার খবরে আমাদের ছয়টি ইউনিট ঘটনাস্থলে আসে। প্রথমদিকে প্রচুর ধোয়া ছিলো পুরো মার্কেট জুড়ে। আমরা কাজ শুরু করার পর আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। তিন তলার একটি জনাকীর্ণ জুতার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সেখানে আমরা প্রচুর সিগারেটের অবশিষ্টাংশ পেয়েছি। জুতার গোডাউনের পাশের একটি স্কুল ড্রেসের দোকান ও কাগজের দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। এসকল দোকানের ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে আমরা ক্ষয়ক্ষতির বিস্তারিত বলতে পারবো।
সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে কোল্ড স্টোরেজে বিস্ফোরণে আগুন