সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের লাশ বুধবার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪
তিনি জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে এবং আহতদের পরিবারে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সিলেট সিটি করপোরেশন নির্বাচনের আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে দিয়েছেন।
এদিকে বুধবার ভোরে সিলেট-ঢাকা মহাসড়কের কুতুবপুর এলাকায় মালবোঝাই ট্রাক ও শ্রমিকবাহী পিকআপের সংঘর্ষে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
এছাড়া দুর্ঘটনায় নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছিল।
দুর্ঘটনার পর স্থানীয় সূত্রে ১৫ জন মৃত্যুর তথ্য জানা গেলেও পুলিশ ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ১৪ জন নিহতের তথ্য জানিয়েছে।
দুপুরে এই ১৪ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: গাজীপুরে কারখানায় আগুনে নিহত ১০ জনের লাশ হস্তান্তর
হিলি সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত: অবশেষে লাশ হস্তান্তর