সিলেটে ৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ সময় দুই ব্যক্তিকে আটকের দাবি করেছে সিলেট মহানগরীর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (১৬ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে সিলেট এয়ারপোর্ট থানার বড়শালা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পানাইল পুরানপাড়া গ্রামের তাহির উল্লাহর ছেলে মো. আক্তার হোসেন (২৫) ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নোয়াগাও (নয়াবস্তি) গ্রামের মৃত ফজর আলীর ছেলে দেলোয়ার হোসেন (২৫)। এর মধ্যে আক্তার হোসেন পিকআপ চালক ও অপরজন চোরাকারবারী।
আরও পড়ুন: চট্টগ্রামে বিমানবন্দরে প্রবাসী আটক, সোয়া কেজি স্বর্ণ জব্দ
এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিকআপ ভর্তি ৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে। এসবের আনুমানিক মূল্য ৩ লাখ ৮৪ হাজার টাকা। এ সময় দুইজনকে আটক করা হয়।
পরে আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।