ঠাকুরগাঁও, ০১ সেপ্টেম্বর (ইউএনবি)- ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তের ওপারে ভারতীয় এলাকায় রবিবার ভোরে দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।
আটকরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার কলোনিবস্তী গ্রামের মো. আলমের ছেলে আব্দুল হাকিম (২২) ও ধুলিয়া গ্রামের তেফে উদ্দিনের ছেলে মো. সাঈদ (২৩)।
বিজিবির ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. রাজ মাসুদ জানান, নাগরভিটা বিওপি’র ৩৭৬/২ এস পিলার হতে কয়েকশ গজ দূরে ভারতীয় এলাকায় ১৭১ বিএসএফ ব্যাটালিয়নের নারগাঁও ক্যাম্পের টহল দল ২০০ পিস ফেনসিডিলসহ তাদের আটক করে।
তাদের ভারতের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিএসএফ বিজিবিকে জানিয়েছে বলে জানান তিনি।
এর আগে গত ২৯ আগস্ট ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী সীমান্তের ওপারে ৪ বাংলাদেশিকে আটক করেছিল বিএসএফ।