সুনামগঞ্জের মসজিদে মসজিদে শনিবার আদায় হয়েছে পবিত্র ঈদুল আজহার নামাজ।
নামাজ শেষে করোনাভাইরাস থেকে মুক্তি পেতে বিশেষ দোয়া ছাড়াও দেশ ও জাতির মঙ্গল কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
তবে করোনার কারণে নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি থেকে বিরত ছিলেন।
জেলায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় জামে মসজিদে। সেখানে পর পর তিনটি জামাত অনুষ্ঠিত হয়। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে জামাতে অংশ নেন মুসল্লিরা।
কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় করেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক আব্দুল আহাদ, জেলা পুলিশ সুপার মিজানুর রহমানসহ শহরের বাসিন্দারা।
সরকারি নির্দেশনা থাকায় শহরের কোথাও ঈদগাহে জামাত অনুষ্ঠিত হয়নি।
নিরাপত্তা নিশ্চিতে শহরের মসজিদগুলোতে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য।