মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতের পিতা মরহুম হোসেন বখতের স্মরণে শহরের ৫ শতাধিক অসহায় ও দুস্থ শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌরসভার হলরুমে শিশুদের হাতে পোশাক তুলে দেন সংসদের বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
আরও পড়ুন: কুড়িগ্রামে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মাঝে খাদ্য সহায়তা প্রদান
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, এই করোনার মাঝেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও গরীব মানুষরা যেন স্বাস্থ্যবিধি মেনে আনন্দে ঈদ উদযাপন করতে পারেন সেই লক্ষেই সবার মাঝে আর্থিক অনুদান প্রদানসহ খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় অসহায়দের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দিলেন ইউএনও
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত জানান, যত দুর্যোগই আসুক না কেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবকিছু মোকাবিলা করেই সামনে দিকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। স্বাধীনতা পরবর্তী যতই দুর্যোগই এসেছিল কেবল শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার তাদের মেধা ও প্রজ্ঞা দিয়ে দেশে কোনও মানুষকে না খেয়ে মরতে হয়নি। তিনি ঈদ চলাকালীন সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক ব্যবহার করে চলার আহ্বান জানান।
আরও পড়ুন: বাংলাদেশে করোনায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিল মালয়েশিয়া কমিউনিটি
পোশাক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মো. চাঁন মিয়া, অ্যাডভোকেট নজরুল ইসলাম,প্যানেল মেয়র আমহদ নুর, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লিটন সরকার ও মেয়র ব্যক্তিগত সহকারী নুরুল আমীন প্রমুখ।