রাজশাহী মহানগরীতে স্বামীর ওপর অভিমান করে ৩৫ বছরের এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করছে পরিবার।
নিহত রিতা বেগম নগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম উত্তর পাড়া এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী।
আরও পড়ুন: এসএসসির বাংলা ১মপত্র খারাপ হওয়ায় খুলনায় পরীক্ষার্থীর আত্মহত্যা!
গৃহবধূর স্বামী আনোয়ার হোসেন জানান, বিকাল ৫টার দিকে তার মেয়ে প্রাইভেট পড়াতে যান। এরপর রাত ৮টার দিকে বাসায় এসে মেইন গেটে তালা দেয়া দেখে পান। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশির সহযোগিতায় তালা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করেন। এসময় শয়নকক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে রিতা বেগমের লাশ দেখতে পাওয়া পান। পরে প্রতিবেশির সহযোগিতায় লাশটিকে নিচে নামানো হয়।
আরও পড়ুন: কুষ্টিয়ায় তরুণ-তরুণীর বিষপানে আত্মহত্যা
নিহতের মেয়ে আয়েশা খাতুন (১৮) জানান, দুইদিন আগে বাবার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এ কারণে দুইদিন থেকে তাদের মধ্যে কথাবার্তা বন্ধ ছিল।
আরও পড়ুন: মোবাইল গেম খেলতে না দেয়ায় স্কুলছাত্রের ‘আত্মহত্যা’
এ ব্যাপারে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুরতহাল শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।