হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাসুদুল ইসলাম।
শুক্রবার (৩০ মে) রাতে তাকে চুনারুঘাট উপজেলা থেকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আশ্রয়হীনদের বাসস্থান প্রদান প্রকল্পের ১৬ লাখ ৬৭ হাজার টাকা অর্থ আত্মসাতের অভিযোগ এনে শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা থানায় একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন: অর্থ আত্মসাৎ ও দুর্নীতির মামলায় কুষ্টিয়ায় কোর্ট পরিদর্শকের কারাদণ্ড
এ প্রেক্ষিতে ওইদিন রাত ১১টার দিকে উপজেলা প্রকল্প কর্মকর্তা মাসুদুল ইসলামকে পার্শ্ববর্তী চুনারুঘাট উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন, বিভিন্ন সরকারি প্রকল্পের নামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প কর্মকর্তার যৌথ স্বাক্ষর সম্বলিত একাধিক ব্যাংক একাউন্ট আছে। মামলার এজাহারে একটি প্রকল্পের কথা উল্লেখ করলেও সবকটি একাউন্ট পরীক্ষা জরুরী মনে করছি।
স্বাক্ষর জাল করে অন্যান্য ব্যাংক একাউন্ট থেকে অর্থ লোপাট হয়েছে বলে সন্দেহ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গ্রেপ্তার মাসুদুল ইসলামকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়া হয়।