চট্টগ্রামের হাটহাজারীতে পুকুর থেকে সেচ মেশিন দিয়ে জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারির ঘটনায় এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। শনিবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার গুমানমর্দন ইউনিয়নের জব্বার আলী চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে।
নিহত মো. বাদশা (৪০) ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে এবং তিনি দুই সন্তানের বাবা। গত দুই মাস আগে তিনি প্রবাস থেকে দেশে এসেছেন।
অভিযুক্তের নাম মাহবুব (৫৭)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বাদশা পরিবার নিয়ে বেড়াতে যায়। শনিবার সকালে বাড়িতে এসে দেখতে পায় তার পুকুর থেকে একই এলাকার মাহাবুব পাম্প মেশিন দিয়ে নিজের জমিতে পানি সেচ দিচ্ছে। বাদশা মাহবুবকে পুকুরের পানি সেচ দিতে নিষেধ করলে এ নিয়ে উভয়ের মধ্যে তুমুল বাকবিতণ্ডা ও মারামারি হয়। এক পযার্য়ে মাহবুব দুই দফা বাদশার ওপর হামলা চালায়।
আরও পড়ুন: হাটহাজারীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু
উপস্থিত লোকজন গুরুতর আহত বাদশাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়রা অভিযুক্ত মাহাবুবকে আটক করে পুলিশে সোপর্দ করে।
হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।
তিনি বলেন, বাদশা মিয়ার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাহবুবকে আটক করা হয়েছে।
থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: হাটহাজারীতে নারীকে শ্বাসরোধ ও ঘাড় ভেঙ্গে হত্যা, স্বামী গ্রেপ্তার