তারা হলেন- উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে ইমন হোসেন (২৪) ও একই উপজেলার নওদাপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মশিউর রহমান (২৫)।
আরও পড়ুন: সাভারে ফেনসিডিলসহ আটক ২
রবিবার দুপুরে তাদের দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মধ্যবাসুদেবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: সার্ভেলেন্স সিস্টেমের মাধ্যমে বেনাপোলে ফেনসিডিল জব্দ
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, উপজেলার হিলি সীমান্তের মধ্যবাসুদেবপুর এলাকা দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণে ফেনসিডিল পাচার করা হচ্ছে বলে খবর পাই। এ সময় দ্রুত পুলিশের একটি টিমকে ওই এলাকায় অভিযানের জন্য পাঠানো হয়। কিছুক্ষণ পর দুই যুবক ভারত থেকে ফেনসিডিলের বস্তা নিয়ে দেশে প্রবেশ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ফেনসিডিলসহ যুবক আটক
ওসি বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, গত ১১ ডিসেম্বর যশোর শহরতলীর চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবারসহ এক যুবককে আটক করেছে র্যাব সদস্যরা।
আটক রাশেদুল ইসলাম রাহুল (২৫) চাঁচড়া চেকপোস্ট এলাকার নাজিম উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ আটক ২
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট এম সারোয়ার হুসাইন জানান, একজন সশস্ত্র সন্ত্রাসী চাঁচড়া এলাকায় ঘোরাফেরা করার খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।