জয়পুরহাটে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা ও উত্তরাঞ্চলের জেলাগুলোর মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
স্টেশন মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, ‘শনিবার ভোর ৫টার দিকে জয়পুরহাট থেকে ঢাকাগামী ‘একতা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনে লাইনচ্যুত হয়। যার ফলে রাজধানী ও বাংলাদেশের উত্তরাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।’
ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেনের বগি লাইন থেকে সরিয়ে নেয়ার পর সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে রেল যোগাযোগ পুনরায় চালু হয়।
ঢাকাগামী ‘নীলসাগর এক্সপ্রেস’, পঞ্চগড়গামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ এবং চিলাহাটিগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ যথাক্রমে আক্কেলপুর ও সান্তাহার রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয়ে আটকা পড়ে।
আরও পড়ুন: ট্রেন লাইনচ্যুত: ঢাকা ও উত্তরাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ বন্ধ