মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার (২ জানুয়ারি) রাত ১২টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত ৬ঘন্টা এই ফেরিঘাটে নৌ চলাচল বন্ধ রাখা হয়।
এতে নদী পারাপারের অপেক্ষায় থাকা শত শত যানবাহন নদীর উভয় প্রান্তে আটকা পড়ায় যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হয়।
চাঁদপুরের হরিণা ফেরিঘাটের ব্যবস্থাপক ফয়সাল আলম চৌধুরী জানান, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় সকাল ৬টার দিকে ফেরি চলাচল শুরু হয়।
আরও পড়ুন: ৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশা: চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু