ঘন কুয়াশার কারণে রাতে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে পদ্মার উভয়ঘাটে কয়েকশ যানবাহন আটকে পড়ে যাত্রী ও পরিবহন শ্রমিকরা দুর্ভোগে পড়েন।
আরও পড়ুন: শিমুলিয়া-বাংলাবাজার ফেরি চলাচল শুরু
সকাল ১০টার দিকে কুয়াশার প্রকোপ কমে গেলে পুনরায় ফেরি পারাপার শুরু হয়।
৮ ঘণ্টা বন্ধ থাকায় ঘাটে আটকে পড়া যানবাহন পারাপার হতে কয়েক ঘণ্টা সময় লেগে যাবে বলে জানায় ঘাট কর্তৃপক্ষ।
আরও পড়ুন: শিমুলিয়া-বাংলাবাজার ফেরি চলাচল বন্ধ
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ম্যানেজার আবদুস সালাম জানান, মধ্যরাতের পর থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকতে। রাত দেড়টায় এর তীব্রতা বেড়ে পুরো নৌপথ ঢেকে দেয়। এতে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
আরও পড়ুন: ঘন কুয়াশা: পাটুরিয়া-দৌলতদিয়ায় ১০ ঘন্টা পর ফেরি চলাচল শুরু
তিনি জানান, ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পাটুরিয়াঘাটে শতাধিক নৈশ কোচ ও তিন শতাধিক পণ্যবোঝাই ট্রাক এবং দৌলতদিয়া ঘাটে আরও দুই শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আটকে পড়েছে।
আরও পড়ুন: ঘন কুয়াশা: শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ
তবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস পারাপার করায় পণ্য বোঝাই ট্রাকের সারি আটকে থাকতে হচ্ছে।